শরৎ শুভ্রতায় আমরা সবাই
Event Details
নীল আকাশে সাদা মেঘের ভেলা... আর এই শুভ্র আবহে পুরনো সেই স্মৃতিতে ফিরে যাওয়ার আমন্ত্রণ! এমবিএ পরিবারের সকল সদস্যকে স্বাগত জানাতে চলেছে আমাদের বার্ষিক রিইউনিয়ন ও "শরৎ উৎসব ২০২৫"। আসুন, প্রিয় বন্ধুদের সাথে আড্ডা, হাসি আর স্মৃতিচারণে ভরিয়ে দেই শরৎকালের এই সন্ধ্যা। 📍 স্থান: বনানী ক্লাব, ঢাকা 📆 তারিখ: ১৭ই অক্টোবর, ২০২৫ ⏰ সময়: বিকেল ৫:৩০টা থেকে রাত ১০:০০ টা 🥳 আপনার জন্য অপেক্ষা করছে: 🎶 সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ মিউজিক 🎭 ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের মধুর সুর 🍽️ সাজানো ডিনারের আয়োজন 🎁 র্যাফেল ড্রয়ে অংশগ্রহণের মজাদার সুযোগ 🎲 হাউজি গেমের মজা এবং মেগা Prize: ৫০ ইঞ্চির একটি স্মার্ট TV... এবং আরো অনেক surprises! 👉 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৳১,০০০ (অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয়) আসন সীমিত। দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন!